বড়লেখা

বড়লেখায় আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকছেন না উপকারভোগীরা

আশফাক জুনেদ, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের বেশিরভাগ ঘরে থাকছেন না উপকারভোগীরা। সরেজমিনে উপজেলার বিভিন্ন খাসজমিতে নির্মিত এসব ঘর ঘুরে দেখা যায় শতকরা ৪০ থেকে ৫০ শতাংশ ঘরেই তালা দেওয়া। ঠিকমতো যাচাই- বাছাই না করে ঘর বরাদ্দ দেওয়া এবং এক এলাকার লোককে অন্য এলাকায় নিয়ে ঘর বরাদ্দ দেওয়ার জন্য তারা ঘরে থাকছেন না বলে মনে করছেন বিভিন্ন জনপ্রতিনিধিরা। এছাড়া প্রকল্পের অনেক ঘরে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ফলে ঘর ধ্বসে পড়ার ভয়ে অনেকেই এসব ঘরে থাকছেন না বলে অভিযোগ উঠেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সুত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে ১ম, ২য় এবং ৩য় ধাপে বড়লেখা উপজেলায় পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলার উত্তর শাহবাজপুরে ২৭টি, দক্ষিণ শাহবাজপুরে ৫টি, সদর ইউনিয়নে ২০টি, দক্ষিণ ভাগ (উত্তর) ইউনিয়নে ৩ টি, সুজানগর ইউনিয়নে ২১টি ও দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নে ১৯৬ টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

সরেজমিনে উপজেলার দক্ষিণভাগ ( দক্ষিণ) ইউনিয়নের কাশেমনগরে গিয়ে দেখা যায়, এখানে ১৫টি ঘর নির্মাণ করা হয়েছে৷ কিন্তু ১১টি ঘরেই কাউকে পাওয়া যায়নি। ঘরে তালা ঝুলছে। এসময় শিউলি বেগম ও মিনারা বেগম নামের দুই উপকারভোগী নারী বলেন, ‘এখানে ১৫টি ঘরের মধ্যে আমরা ৪ পরিবার ছাড়া কেউ থাকিনা৷ বাকিরা ঘর পাওয়ার পর কিছুদিন ছিলো এরপর চলে গেছে। তারা কোথায় গেছে জানতে চাইলে তিনি বলেন, ‘আগে যেখানে থাকতো সেখানেই চলে গেছে। ‘

দোহালিয়া ও পূর্ব দোহালিয়া গ্রামে ৩৩টি ঘর নির্মাণ করা হয়েছে। এখানে ১৫ টি ঘরেই কাউকে পাওয়া যায়নি। ঘরে তালা দেওয়া আছে। এসময় প্রতিবেদককে দেখে এগিয়ে আসেন মনোয়ারা বেগম ও জাহেদ আহমদ। তারা বলেন, ‘ এখানে বেশিরভাগ লোকই থাকেন না। ঘর বুঝে নিয়ে আর আসেননি।’

এসময় তারা অভিযোগ করে বলেন, ‘আমাদের ঘর দেওয়া হয়েছে কিন্তু পানির ব্যবস্থা করে দেওয়া হয়নি। এছাড়া এক বছরের বেশি সময় পার হলেও বিদ্যুৎ এরও ব্যবস্থা করে দেওয়া হয়নি। ‘

উত্তর শাহবাজপুর ইউনিয়নের চানপুর ও ভবানীপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পের ১২টি ঘরের মধ্যে ৭ টি ঘরেই কেউ থাকেন না। এসব ঘরের বাসিন্দারা ঘর বুঝে নিয়ে শুধু দখল করেই আছেন। চানপুর আশ্রয়ন প্রকল্পের রাজিয়া বেগম ও এনামুল হক বলেন, ‘ আমাদের এখানে ৬টি ঘরের মধ্যে ২টি ঘরের মানুষ ঘর বুঝে নিয়ে আর আসেনি। তারা আগে যেখানে থাকতো সেখানেই থাকছেন। কি কারণে তারা আসছেন না এ বিষয়ে কিছু জানেন না বলে জানান তারা।

এদিকে উপজেলার কয়েকটি এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর নির্মাণের কারণে বেশ কয়েকটি ঘরের দেয়াল ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে এসব ঘরে বসবাস করতে ভয় পাচ্ছেন উপকারভোগীরা। যে কোন সময় বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে এমন আতঙ্ক কাজ করছে তাদের মধ্যে। ফলে ভয় আর আতঙ্কেও অনেকে ঘরে থাকছেন না বলে জানা গেছে।

এছাড়া আরও নানা সমস্যায় জর্জরিত শেখ হাসিনার পক্ষ থেকে উপহারের ঘর পাওয়া উপকারভোগীরা। অল্প বৃষ্টিতে ঘরে পানি ঢুকে যাওয়া, রাস্তা না থাকা, স্যানিটেশন সমস্যা, খাবার পানির সমস্যাসহ নানা সমস্যার কথা উল্লেখ করে এসব সমস্যার প্রতিকার চেয়েছেন তারা।

এনামুল হক, রাজিয়া বেগম ও শিউলি বেগম নামের তিন উপকারভোগী বলেন, ‘ আমাদের এখানে পানি যাওয়ার রাস্তা নেই। অল্প বৃষ্টিতে ঘরের ভিতর পানি ঢুকে যায়। ঘরের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। মেঝে ভেঙে যাচ্ছে। ঘরের পিলার ভেঙে গেছে। এসব ঘরে ছেলে সন্তান নিয়ে বসবাস করা রিস্ক। ‘

সাতকরাকান্দি গ্রামের উপকারভোগী জেসমিন বেগম বলেন, ‘ আমাদের ঘরে ফাটল দেখা দিয়েছে। ঘরের মেঝে ফেটে গেছে। কোনমতে নিজেরা জোড়াতালি দিয়ে রেখেছি। এছাড়া আমাদের কোন রাস্তা নেই। বিশুদ্ধ পানির অভাব। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমরা কষ্ট করে বসবাস করছি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ বলেন, ‘কিছু ঘরে বিদ্যুৎ ও পানির সমস্যা থাকার কারণে লোকজন ঘরে উঠছেন না৷ আমরা সমস্যা সমাধানে কাজ করছি। আশা করছি এসব সমস্যা সমাধান হয়ে গেলে তারা ঘরে উঠবেন।’

বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদুল্লাহ খান বলেন, ‘ঘর গুলো নির্মাণের ৩ বছরের বেশি সময় হয়ে গেছে তাই কিছু ঘরে ফাটল দেখা দিয়েছে। অনেকগুলো ঘরের মেঝে ফেটেছিলো আমরা ঠিক করে দিয়েছি।’

Back to top button