বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষ্যে র‍্যালী

বিয়ানীবাজার টাইমসঃ আজ ১৪ নভেম্বর সোমবার বিশ্ব ডায়বেটিস দিবস। আগামীতে নিজের সুরক্ষায় ডায়বেটিসকে জানুন প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আয়োজনে বিয়ানীবাজারে দিবসটি পালন করেছে বিয়ানীবাজার ডায়বেটিস এন্ড হরমোন সেন্টার।

সোমবার সকাল ১০ঘটিকায় সেন্টারের সামনে দিবসটি উপলক্ষ্যে ডায়বেটিস সচেতনতা তৈরি করতে বিয়ানীবাজারের বিভিন্ন স্তরের মানুষ সাদা রংয়ের টি শার্ট পরে বর্নীল সাজে উপস্থিত হন।

আলোচনা সভায় ডায়বেটিস সচেতনতা নিয়ে প্রাথমিক বক্তব্য তুলে ধরেন এই উপজেলার জনপ্রিয় চিকিৎসক বিয়ানীবাজার ডায়বেটিস এন্ড হরমোন সেন্টারের পরিচালক, ডায়বেটিস রোগের বিশেষজ্ঞ ডাঃ শিব্বির আহমদ সুহেল এবং শিশু রোগে অভিজ্ঞ চিকিৎসক ডাঃ মাছুম আহমদ।

র‍্যালী পূর্ববর্তী আলোচনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, শিক্ষাবিদ মজির উদ্দিন আনছার, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল প্রমুখ।

পরে সেন্টারের সম্মুখ থেকে একটি র‍্যালী বিয়ানীবাজার পৌরশহর প্রদক্ষিন করে আবারো সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালীতে উপজেলার শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ঔষধ বিক্রয় প্রতিনিধসহ সকল শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন।

Back to top button