বিয়ানীবাজারে ক্রিকেট মৌসুমকে কেন্দ্র করে এসোসিয়েশনের আওতায় উইকেট তৈরি শুরু
সিনিয়র প্রতিবেদক : উপজেলা পর্যায় পুরো সিলেট জুড়ে বিয়ানীবাজারই চোখধাঁধানো টুর্নামেন্ট আয়োজন করে ক্রিকেটারদের প্রতিভা বিকাশের মঞ্চ তৈরি করে দেয় আর সেই মঞ্চ প্রস্তুত করতে কাজ করে বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশন।
২০২২-২০২৩ ক্রিকেট মৌসুমকে সামনে রেখে এবার মান সম্মত উইকেট তৈরি শুরু করেছে বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশন। সদ্য নির্বাচিত সভাপতি রাজেল আহমেদ ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন জবলুর নেতৃত্বে হোম অব ক্রিকেট খ্যাত বিয়ানীবাজার পিএইচজি মাঠে উইকেট প্রস্তুতের কাজ চলছে সকাল থেকেই।
বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাজেল আহমেদ বলেন, প্রতিবার আমরা ক্রিকেট লীগকে সামনে রেখে মানসম্মত উইকেট তৈরি করি যাতে করে স্থানীয় ক্রিকেটাররা এখান থেকে শিখতে পারে তবে বৃষ্টির কারনে অনেক সময় উইকেটের কার্যকরীতা অনেকটাই কমে যায়। এসোসিয়েশনের সকলকে নিয়ে এবার আমরা চেষ্টা করবো ক্রিকেট প্রেমী ও ক্রিকেটারদের সুন্দর টুর্নামেন্ট উপহার দেয়ার।