বিনোদন
মুম্বাই বিমানবন্দরে আ ট ক শাহরুখ খান!

নিউজ ডেস্ক- ফের বিপাকে বলিউডের বাদশাহ শাহরুখ খান। এবার মুম্বাই বিমানবন্দরে শুল্ক দফতরের কর্মকর্তারা আটকালেন কিং খানকে।
অভিযোগ শাহরুখ খান ও তার টিমের কাছে বহুমূল্যের প্রচুর ঘড়ি রয়েছে। দুবাই থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটে।
ব্যক্তিগত বিমানে দুবাই থেকে মুম্বাই আসছিলেন শাহরুখ। বিমানবন্দরে তাকে আটকালেও পরে শাহরুখ ও তার ম্যানেজারকে ছেড়ে দেওয়া হয়। যদিও আটকে রাখা হয় শাহরুখ খানের দেহরক্ষী ও টিমের বাকি সদস্যদের।
জানা গেছে, টিমের সকলকে সারা রাত আটকে রেখে ভোরের দিকে সব সদস্যদের ছেড়ে দেওয়া হয়। শাহরুখদের কাছে বহুমূল্যের প্রচুর ঘড়ি আছে বলে অভিযোগ।
শাহরুখ ও তার টিমের ব্যাগ থেকে একাধিক দামি ঘড়ির খালি কৌটোও উদ্ধার করা হয়েছে। তাদের কাছে মোট ১৭ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার শুল্ক আদায় করেছেন কর্মকর্তারা।