হবিগঞ্জ

হবিগঞ্জে দুবাইফেরত যুবকের প্র তা র ণা, ১৪ লাখ টাকার মালামালসহ চ ম্প ট!

নিউজ ডেস্ক- কথা ছিল দুবাই থেকে মালামাল নিয়ে দেশে এসে পৌঁছে দিবে স্বজনদের কাছে। কিন্তু না, তা করেননি তিনি। স্বজনদের কাছে স্বর্ণসহ মালামাল পৌঁছে দেয়ার বদলে নিজেই হয়ে গেছেন গায়েব। এমন অভিনব প্রতারণা করেছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে তারেক মিয়া। পুলিশ এখন তাকে খুঁজছে।

জানা যায়, তারেক মিয়া বেশ কয়েক মাস পূর্বে ভিজিট ভিসায় দুবাই যান। পরবর্তীতে চেষ্টা করেও সেখানে কাজের ভিসা নিতে পারেননি তিনি। একপর্যায়ে অনাহারে, অর্ধাহারে সেখানে দিন পারছিলেন তিনি। এরই মাঝে সেখানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মেষতলি বাজার এলাকার বাসিন্দা আরিফুর রহমানের সাথে পরিচয় হয় তারেকের।

মানবিক কারণে আরিফুরসহ কয়েকজন মিলে তাকে দেশে পাঠানোর জন্য সেখানে চাঁদা তুলেন। বিনিময়ে তাদের কিছু মালামাল দেশে এসে বিমানবন্দরে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন আরিফুর রহমানসহ কয়েকজন। এতে রাজি হন তারেক।

দুবাই থেকে আরিফুর রহমানসহ কয়েকজন তারেকের কাছে ৮ ভরি স্বর্ণ, দুটি আইফোন ও কসমেটিকসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল দেন। এগুলো নিয়ে গত ৫ সেপ্টেম্বর তারেক দেশে ফিরেন। কিন্তু দেশে পৌঁছে মালামাল প্রবাসীদের স্বজনদের কাছে পৌঁছে না দিয়ে চম্পট দেন তারেক। প্রবাসীদের পরিবার তারেকের পরিবারের সাথে যোগাযোগ করেও কোনো আশ্বাস পাচ্ছে না।

ভুক্তভোগীরা বিষয়টি পুলিশকে জানিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, এমন অভিনব প্রতারণার বিষয়টি আমরা জানতে পেরেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Back to top button