বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে জয় উল্লাসের স্মার্ট বাংলাদেশ স্লোগানে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ সম্পন্ন হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দিন ব্যাপি এ মেলা উপজেলা প্রাঙ্গণে সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ ঘটিকায়।

মেলায় দেখা যায় ৪ টি ক্যাটাগরির প্যাভিলিয়নে প্যাভিলিয়ন ১ (উদ্যোগ এবং স্টার্টআপ), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ (হাতের মুঠোয় সেবা), প্যাভিলিয়ন-৪ (শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) এর অন্তর্ভুক্ত অফিস ও প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করে। এতে মেলায় ঘুরতে আসা অনেককেই দেয়া হয় তাৎক্ষণিক সেবা।

বিয়ানীবাজার থানা পুলিশের পক্ষ থেকে দেয়া স্টলে দর্শনার্থীদের দেখানো হয় খুব সহজে কীভাবে করা যায় অনলাইনে জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন। যে কোন প্রয়োজনে দেখানো হয় ৯৯৯ এর সেবা পাওয়ার সহজ প্রক্রিয়া। মেলা দেওয়া হয় উপজেলা তথ্য কেন্দ্র থেকে প্রাথমিক স্বাস্থ্য সেবার তথ্য। আলাদা প্যাভিলিয়নে অনলাইন পশুর হাট শিরোনামে দেওয়া তুলে ধরা হয় নানা সুযোগ সুবিধা। সেখানে তুলে ধরা হয় কীভাবে পাবেন খুব সহজে পশুর জন্য অনলাইনে ব্যবস্থাপত্র। তাছাড়া তথ্য সেবা কেন্দ্র থেকে মেলায় আরও তুলে ধরা হয় নারীরা নির্যাতনের শিকার হলে তাদের করনীয়। এবং সচেতন করা হয় ছেলেদের ২১ এবং মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে নয়।

মেলা চলাকালীন সময়ে সকালে মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আফসানা তাসলিম। তিনি জানান, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা এবং শিক্ষার্থীরা বিভিন্ন তথ্য এবং উদ্ভাবনী জিনিস নিয়ে মেলায় অংশ গ্রহণ করেছেন।

মেলা শেষে মূল্যায়ন কমিটির মাধ্যমে মূল্যায়ণ করে মেলায় অংশগ্রহনকারীদের মধ্য থেকে ১ম, ২য় এবং ৩য় স্থান পাওয়াদের পুরষ্কৃত করা হয়।

বিকালে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা আইসিটি অফিসার শামিম আহমদের পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান।

পরে দুটি ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরিতে স্টল প্রদর্শনীতে প্রথম হয় উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়, দ্বিতীয় হয় উপজেলা ভূমি অফিস এবং তৃতীয় হয় তথ্য আপা অধিকার বিয়ানীবাজার।

দ্বিতীয় ক্যাটাগরি প্রকল্প প্রদর্শনীতে প্রথম হয় পঞ্চখন্ড হোর গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয় বিয়ানীবাজার সরকারি কলেজ এবং তৃতীয় হয় জগদীশ চন্দ্র বশু বিজ্ঞান ক্লাব বিয়ানীবাজার। তারা প্রত্যেকেই অতিথির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করেন।

Back to top button