মতবিনিময় সভায় সবার সহযোগীতা চাইলেন বিয়ানীবাজারের নতুন ইউএনও আফসানা তাসলিম

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলায় সাবেক ইউএনও আশিক নুরের স্থলাভিষিক্ত হয়ে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন আফসানা তাসলিম। মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে তার যোগদান উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে উপজেলার হল রুমে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের পেশাগত কাজে সহযোগীতা কামনা করে বলেন, তিনি একা চাইলেই অনেক কিছু করতে পারবেন তবে সবার সহযোগীতা থাকলে বিগত দিনের মতো বিয়ানীবাজারের মানুষের জন্য তিনি কাজ করবেন।
পরে নতুন যোগদানকারি নির্বাহি কর্মকর্তাকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জনপ্রতিনিধি, উপজেলার কর্মকর্তা, ও সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত সবাই উপজেলা প্রশাসনের সাথে সহযোগীতা ও একাত্মতা পোষণ করে কাজ করবেন বলে জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইমাম সমিতির সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, শেওলা ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, তিলপারা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, মোল্লাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউর রহমান শাবলু, মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, সিনিয়র সাংবাদিক সজিব ভট্রাচার্য্য, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি শুয়াইবুর রহমান স্বপন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, কোষাধ্যক্ষ আবু তাহের রাজু, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুশিল সমাজের প্রতিনিধিরা।