টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বাধিক রান সমালোচিত সেই শান্তের

পাকিস্তানের কাছে হারার মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের এবারের টি-২০ বিশ্বকাপ মিশন। যেখানে দুটি ম্যাচে খুব কাছে গিয়ে হেরেছে টাইগাররা। সেই দুটি ম্যাচ জিতলে হয়তো ফলাফল অন্যরকম হতে পারতো।
ভালো-মন্দের মিশেলে কাটানো বাংলাদেশের বিশ্বকাপ দলে নাজমুল হোসেন শান্তকে নেয়ায় কম সমালোচনা হয়নি। এছাড়া এই বাঁহাতি ব্যাটার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ট্রলের পাত্র।
তবে অবিশ্বাস্য হলেও সত্য, অস্ট্রেলিয়ায় চলমান টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন শান্তর। এমনটি সবচেয়ে বেশি অর্ধশতও তার। তিনি হাঁকিয়েছেন সবচেয়ে বেশি চারও।
পাঁচ ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে ১৮০ রান। গড় ৩৬, স্ট্রাইকরেট ১১৪.৬৪। রানের দিক দিয়ে দুইয়ে লিটন দাস। শান্তর চেয়ে ৫৩ রান কম তার। লিটনের স্ট্রাইকরেট অবশ্য অনেক ভালো, ১৪২.৬৯।
বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৯৫ রান করেছেন আফিফ হোসেন। এছাড়া সৌম্য সরকার ৪৯, সাকিব আল হাসান ৪৪ ও নুরুল হাসান সোহান মোট ৪১ রান করেছেন।
এবারের বিশ্বকাপে তিনটি ফিফটি হাঁকিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। এর একটি লিটন দাসের। ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। আর বাকি দুটি ফিফটিই এসেছে শান্তর ব্যাট থেকে।
জিম্বাবুয়ের বিপক্ষে ৭১ ও পাকিস্তানের বিপক্ষে ৫৪ রান করেন শান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে শান্তর ৭১ রানই এবারের বিশ্বকাপে কোনো বাংলাদেশির সর্বোচ্চ ইনিংস।
সবচেয়ে বেশি চারও হাঁকিয়েছেন শান্ত। পাঁচ ম্যাচে শান্ত হাঁকিয়েছে ২০টি চার। এই তালিকায় দুইয়ে থাকা লিটনের চারের সংখা ১১টি। ৬টি চার মেরেছেন সৌম্য।