খেলাধুলা

এটিই বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপ: সাকিব

দিনের প্রথম ম্যাচে আজ নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ায় বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল সেমিফাইনালে জায়গা করে নেওয়ার। অ্যাডিলেইডে আজ পাকিস্তানকে হারাতে পারলেই বাংলাদেশ প্রথমবারের মতো সেমিতে উঠতো। কিন্তু হয়নি। উল্টো বাংলাদেশকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে পাকিস্তান।

এদিকে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের মতে, এটিই বাংলাদেশের সবচেয়ে সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলেনে সাকিব বলেন, ‘১০ ওভার শেষে আমাদের স্কোর ছিল ১ উইকেটে ৭০। আমরা চেয়েছিলাম ১৪৫-১৫০ রান করতে, এই পিচে যেটি হতো ভালো একটি সংগ্রহ।’

তিনি আরও বলেন, ‘জানতাম যে নতুন ব্যাটারদের জন্য ব্যাট করা কঠিন হবে, তাই সেট হওয়া ব্যাটাররাই স্কোরটাকে এগিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু হয়নি। ফলাফলের দিক দিয়ে এটিই বাংলাদেশের সবচেয়ে সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ।’

Back to top button