মৌলভীবাজার

মৌলভীবাজার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

টাইমস ডেস্কঃ মৌলভীবাজার শহরের কালাম সু ষ্টোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার ( ৫ নভেম্বর) সকল সাড়ে ৯ টার দিকে মৌলভীবাজার শহরের চৌমোহনা পয়েন্টে (কোর্ট রোড) এ আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার যিশু তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান,বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দোকানের মালিক রুমান আহমদ জানান,ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা। তবে দোকানের ভেতরে থাকা অনেক প্যাকেটকৃত জুতা পরে দমকল বাহিনীর সহায়তার বাইরে নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, ২০২০ সালে মৌলভীবাজারের সেন্ট্রাল রোডে পিংকি সু ষ্টোর নামের আরেকটি জুতার দোকানে আগুন লেগেছিলো। এই ঘটনায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণে আসা অতিথিসহ ৫জন নিহত হয়েছিলেন। এ ঘটনায় গোটা শহর শোকে স্তব্ধ হয়ে যায়।

Back to top button