সিলেট

শনিবার সিলেটের কয়েকটি এলাকায় ৫ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

টাইমস ডেস্কঃ সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাওয়ে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের জন্য সিলেট নগরীর বেশ কিছু এলাকায় ৫ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। শনিবার (৫ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কাজ চলবে। তাই এ ৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ মেইন রােডে ওভার ব্রিজ নির্মাণ কাজের জন্য ১১ কেভি ও ১১/০.৪ কেভি লাইন স্থানান্তর কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবাে, সিলেট এর আম্বরখানা ও শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

যেসব এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে তা হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মেইন রােড এর দক্ষিণ পার্শ্বে ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের সকল ১১ কেভি ফিডার।এর আওতাধীন এলাকা হলো ইলেকট্রিক সাপ্লাই রােড, রায়হুসেন গলি, বড় বাজার, দারুসালাম মাদ্রাসা রােড, খাদসবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশবাড়ী, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দর বাজার, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, সুবিদ বাজার, বনকলা পাড়া, শাহী ঈদগাহ, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতিপাড়া, লাক্কাতুরাস্থ বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনী চড়া, আদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমান বন্দর, ছালেহপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকর ঘাট ইত্যাদি।

৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের সকল ১১ কেভি ফিডার সমূহের আওতাধীন মির্জাজাঙ্গাল, রামের দিঘীর পাড়, সুরমা মার্কেট, তােপখানা, কোতােয়ালী থানা, লালাদিঘীর পাড়, নবাব রােড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কীন-ব্রীজ, কাজির বাজার, তেলি হাওড়, তালতলা, মেডিকেল রােড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সুবিদ বাজার (আংশিক) ইত্যাদি এলাকাসমূহ।

Back to top button