সেলুনে চুল কাটাতে গিয়ে মাথায় লাগল আগুন, যুবক হাসপাতালে
নিউজ ডেস্ক- লুক পরিবতর্নে বর্তমানে কত ধরনের হেয়ার করে থাকেন স্টাইলপ্রিয়রা। চুলে বাহারি ছাঁটে ভিন্ন ভিন্ন রুপে নিজেকে নিয়ে হাজির হন কেউ কেউ। এমন সংস্কৃতির মধ্যেই সম্প্রতি ‘ফায়ার হেয়ারকাট’ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
এ প্রক্রিয়ায় চুল ছাঁটতে আগুন ব্যবহার করা হয়। অভিজাত সেলুনের বেশিরভাগেই রয়েছে ‘ফায়ার হেয়ারকাটের’ ব্যবস্থা।
অনেকেই সেবাটি নিতে ভিড় জমায় প্রতিনিয়ত। কিন্তু এবার সেলুনে ফায়ার হেয়ারকাট নিতে গিয়ে আগুনে পুড়ে গুরুতরভাবে আহত হয়েছেন এক যুবক (১৮)।
ঘটনাটি প্রতিবেশী দেশ ভারতের। এনডিটিভি জানিয়েছে, ভারতের গুজরাটের ভালসাদ জেলার ভাপি শহরের একটি সেলুনে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগী ভাপির ভদকমোরা এলাকার বাসিন্দা এবং তিনি সুলপাদ এলাকার একটি সেলুনে ফায়ার হেয়ারকাট নিতে গিয়েছিলেন।
ঘটনার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। ভিডিওতে দেখা গেছে – চুল কাটার প্রক্রিয়ার সময় আগুন দেওয়ার পর তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখা যায়। এতে মাথায় আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে ভুক্তোভোগীর।