সারাদেশ

দানবাক্সের টাকা চুরির অভিযোগে স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন

নিউজ ডেস্ক- কক্সবাজারের চকরিয়ায় মসজিদের দানবাক্স থেকে ২০০ টাকা চুরির অভিযোগে গাছে বেঁধে এক স্কুলছাত্রকে অমানবিক নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এ সময় স্কুলছাত্রকে পিটিয়ে টাকা চুরির স্বীকারোক্তি আদায় করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

মঙ্গলবার বিকালে এ ভিডিও ভাইরাল হয়।

নির্যাতনের শিকার স্কুলছাত্র আবদুল মুনতাসির বাবু (১৪) উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর খাতুর বাপের পাড়ার আবদুল খালেকের ছেলে ও বিএমএস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ঘনশ্যাম বাজারপাড়া জামে মসজিদের দানবাক্স ভেঙে ২০০ টাকা চুরির অভিযোগ ওঠে। এ সময় মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা আবদুল মুসনতাসিরকে টাকা চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনি দেয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল লোক। ভিডিওতে বিষয়টি স্পষ্ট দেখা যায়।

এর আগে গত শনিবার রাতে উপজেলার হারবাং ইউনিয়নের বৃন্দাবনখীল এলাকায় সুপারি চুরির অপবাদ দিয়ে ১০ বছর বয়সি এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button