আন্তর্জাতিক

পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ট্রাসের ফোন ‘হ্যাক করেছিল পুতিনের এজেন্টরা’

ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তার ব্যক্তিগত ফোন হ্যাক হয়েছিল বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল।

যে এজেন্টরা এ হ্যাক করেছিল, তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হয়ে কাজ করেন বলেই সন্দেহ করা হচ্ছে।

ফোন হ্যাক করে ওই এজেন্টরা আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনার ‘অতি গোপনীয় বিষয়বস্তু’ জানার পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধু কোয়াসি কোয়ার্টেংয়ের সঙ্গে আদানপ্রদান করা বার্তাও পেয়ে গিয়েছিল, ডেইলি মেইলের শনিবারের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সন্দেহভাজন ওই এজেন্টদের হাতে যাওয়া বার্তার মধ্যে অস্ত্রের চালান পাঠানোসহ ইউক্রেইন যুদ্ধ নিয়ে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার বিষয়ও ছিল বলে মনে করা হচ্ছে।

প্রায় এক বছরের বার্তা ডাউনলোড করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, অনামা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ডেইলি মেইল।

কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন ব্রিটিশ সরকারের এক মুখপাত্র।

যে লড়াইয়ে জিতে ট্রাস প্রধানমন্ত্রী হয়েছিলেন, কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের সেই লড়াই চলাকালে ফোন হ্যাক হওয়ার বিষয়টি ধরা পড়ে, বলা হয়েছে ডেইলি মেইলের প্রতিবেদনে।

সেবার জিতে প্রধানমন্ত্রী হলেও ৭ সপ্তাহের মধ্যেই পদ ছেড়ে দিতে হয় ট্রাসকে; কয়েকদিন আগে ঋষি সুনাক তার স্থলাভিষিক্ত হয়ে ডাউনিং স্ট্রিটে গেছেন।

ডেইলি মেইল বলেছে, যেসব বার্তা বিদেশিদের হাতে গেছে তার মধ্যে ট্রাস ও কোয়ের্টেংয়ের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিয়ে করা সমালোচনাও আছে।

“এ বার্তাগুলো ব্ল্যাকমেইলের সম্ভাব্য ঝুঁকি সৃষ্টি করেছিল,” বলা হয়েছে তাদের প্রতিবেদনে।

Back to top button