বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে কিশোরী অপহরণ মামলার আসামী গ্রেফতার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে অপহরণ মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেলে তাকে প্রতিবেশী কানাইঘাট উপজেলার মুলাগুল বাজার থেকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে সিলেটের নারী ও শিশু নির্যাতন আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, গত ২৮শে জুলাই বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজার সামনে থেকে ১৬ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সায় তুলে অপহরণ করে নিয়ে যায় গ্রেফতারকৃত রাহাদ হাসান ওরফে রাহেল (২১)। সে কানাইঘাট উপজেলার বড়গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। অপহৃত তরুণীও একই উপজেলার ডাউকেরগুল গ্রামের বসিন্দা। বিয়ানীবাজারের জলঢুপে ওই কিশোরীর মামার বাড়ি বলে জানা গেছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, মেয়ে অপহরণের ঘটনায় তার মা বাদী হয়ে গত ২২ অক্টোবর বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফয়সল আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন।

Back to top button