সারাদেশ

চিকিৎসায় ৪০ ভাগ ছাড় পাবেন রাজশাহীর সিনিয়র সিটিজেনরা

নিউজ ডেস্ক- সিনিয়র সিটিজেনদের নানাবিধ চিকিৎসাসেবার জন্য শতকরা ৪০ ভাগ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।
শুক্রবার রাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান শাহ্ জাকি এ সংক্রান্ত একটি চিঠি ‘জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন দাবি আদায় কমিটির’ নেতাদের কাছে হস্তান্তর করেন।

শনিবার দুপুরে ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গত ২৪ অক্টোবর অ্যাসোসিয়েশনের এক বিশেষ সভায় সিনিয়র সিটিজেন, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের শতকরা ৪০ ভাগ ছাড় দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যেই সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। শুক্রবার রাতে একটি চিঠির মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে সমাজসেবা অধিদফতরের পরিচালক সৈয়দ মোস্তাক হাসানের মাধ্যমে সিরোইলের পূবালী মার্কেটের কার্যালয়ে হস্তান্তর করা হয়।

জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্টার প্রফেসর আব্দুস সালাম বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে কমিটির পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আগামীতে প্রধানমন্ত্রীর কাছে প্রেরিতব্য স্মারকলিপির বিষয়াবলী, স্থানীয়ভাবে অনুষ্ঠিতব্য সেমিনার এবং ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করার চিন্তা-ভাবনা আছে। এছাড়াও আমাদের সমাজে প্রবীণদের সুযোগ-সুবিধা ইত্যাদি নিয়েও কাজ করার ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন দাবি আদায় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. কাজী খায়রুল ইসলাম এবং গোলাম সারওয়ার, সদস্য সচিব প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম, সফিউদ্দিন আহমেদ, জাহিদুল ইসলাম, নাজমুল আবেদীন, জাহাঙ্গীর মো. আব্দুর রাজ্জাক, টিপু সুলতান, হাসনাত আমজাদ, মোরশেদ মনজুর হাসান, এনামুল হক, মিনহাজ উদ্দিন মিন্টু, শহীদুল ইসলাম প্রমুখ।

Back to top button