সিলেট

গলানো সোনাসহ সিলেট বিমানবন্দরে আটক সরোয়ার কারাগারে

নিউজ ডেস্ক- সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গলানো সোনাসহ আটক হওয়া মো. সরোয়ার হোসেনকে (২৭) কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।

তিনি বলেন, সোনা চোরাচালানের অভিযোগে গতকাল সকালে বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল জলিল বাদী হয়ে মামলা করেন। পরে সরোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে কারা জড়িত, তা জানতে গ্রেপ্তার ব্যক্তিকে রিমান্ডে নিতে শিগগিরই আদালতে আবেদন করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার আবুধাবি থেকে সরাসরি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে আসেন সরোয়ার হোসেন। এরপর ওই যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় বিমানবন্দরে নিয়োজিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা তার দেহ তল্লাশি করে দুটি সোনার বার ও স্বর্ণালংকার উদ্ধার করেন। একপর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদে তার পরিধেয় কাপড়ে গলানো সোনা রয়েছে বলে স্বীকার করেন সরোয়ার। পরে গোয়েন্দা সদস্যরা তাকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

পরে সরোয়ারের কাছ থেকে উদ্ধার হওয়া কাপড়গুলো সিলেটের জিন্দাবাজারে স্বর্ণকার, গোয়েন্দা সংস্থার সদস্য এবং কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে গলানো অবস্থায় আনা আরও ৫২৯ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এর আগে দুটি সোনার বারে ২৩৪ গ্রাম এবং ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার অবৈধভাবে নিয়ে আসার সময় সরোয়ারের কাছ থেকে জব্দ করা হয়েছিল।

Back to top button