কুলাউড়া

মোবাইল কোর্ট পরিচালনায় বিভাগের শ্রেষ্ঠ কুলাউড়ার ইউএনও

নিউজ ডেস্ক- মোবাইল কোর্ট পরিচালনায় সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার শ্রেষ্ঠ হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তার হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান হান্নান মিয়া, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার স্বজল মোল্লা প্রমুখ।

জানা যায়, সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ছয়দিন ব্যাপী অনুষ্ঠিত মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত এ প্রশিক্ষণ কোর্সে সিলেট বিভাগের ৪ জেলার ২০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বরিশাল জেলার অধিবাসী ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের মো. মাহমুদুর রহমান খোন্দকার গত ১৩ জুলাই কুলাউড়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনারের দায়িত্বপালন করেন।

Back to top button