জকিগঞ্জসিলেট

জকিগঞ্জে কৃষকের টাকা ছিনতাই

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে শংকর বিশ্বাস নামের এক কৃষকের ছেলেকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইট সলিং রাস্তায় এ ঘটনা ঘটে। কৃষক সংকর বিশ্বাস সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের বাসিন্দা।

শংকর বিশ্বাস জানান, কৃষি কাজ করে সারা বছর ধান বিক্রির টাকায় ছেলে-মেয়েদের লেখাপড়াসহ জীবিকা নির্বাহের একমাত্র উপায়। হাটের দিন এ অঞ্চলের সকল মানুষ ওই বাজারে সদাই করতে যান। রোববার ট্রলি গাড়ি দিয়ে বাবুর বাজারে নিয়ে প্রায় ১৬ মন ধান মেসার্স শহিদ ট্রেডার্সে ২০ হাজার ২৬৭ টাকা বিক্রি করি। বাজার খরচ করার জন্য আমি বাড়ি ফিরতে দেরি হওয়ার কারণে আমার ছেলে দুলু বিশ্বাসকে ২০ হাজার টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেই। আমার ছেলে দুলু বিশ্বাস বাবুর বাজার থেকে টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে পার্শ্ববর্তী সকড়া গ্রামের জনৈক ব্যক্তি আমার ছেলেকে লক্ষ্য করে একই (টমটম) গাড়িতে উঠে। জুবায়ের আহমদের বাড়ির পাশে এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে পৌঁছালে দুলু বিশ্বাসের ওপর হামলা চালিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে ওই দিন রাতে শংকর বিশ্বাস বাদী হয়ে জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয় জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button