বিনোদন

এবার কবি রূপে আসছেন হিরো আলম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

দেশের আলোচিত নাম আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তার নামের সঙ্গে ভাইরাল শব্দটি যেন ভীষণভাবে জড়িয়ে আছে। তাকে ঘিরে শত আলোচনা-সমালোচনা। এই তো মাসখানেক আগে বিকৃত সুরে রবীন্দ্রসংগীত গেয়ে পুলিশের কাছে মুচলেকা দিয়েছিলেন তিনি। এরপর আর গানের চৌকাঠ পেরোননি। তবে এবার কবি রূপে আসছেন এই অভিনেতা।

এদিকে ‘হাসিওয়ালা’ নামে পোয়েটিক ফিল্ম নির্মাণ করছেন অতিন্দ্র কান্তি অজু। সেই কবিতাটি আবৃত্তি করেছেন হিরো আলম। এর সংগীতায়োজন করেছেন মাহাবুবুর রহমান টুনু। গত রবিবার রাতে সংবাদমাধ্যমকে এ কথা নিজেই জানিয়েছেন হিরো আলম। এদিন সিরাজগঞ্জে ফিল্মটির শুটিংও শুরু করেছেন হিরো আলম।

তিনি বলেন, ‘আমি তো নানা কিছু করেছি। এবার একটু ভিন্নভাবে আসছি, কবি হয়ে। আজকে শুটিং শুরু করলাম। সপ্তাহখানেক লাগবে শুটিং শেষ হতে।’ কাজটি নিয়ে ব্যাপক আশাবাদী হিরো আলম। নাম হাসিওয়ালা হলেও লোকজন যাতে এটা নিয়ে হাসাহাসি করতে না পারে এমন প্রত্যয় নিয়েই ১০-১২ মিনিটের এই ফিল্মটি করছেন বলে জানালেন তিনি।

তিনি আরও বলেন, ‘এটা নিয়ে দুই মাস ধরে অনেক পরিশ্রম করেছি। যাতে ভালো হয়, লোকজন যাতে ট্রল করতে না পারে সেভাবেই করছি।’ কবে নাগাদ এবং কোন প্ল্যাটফর্মে ফিল্মটি মুক্তি দেবেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘খুব দ্রুতই রিলিজ হবে। কয়েকটা ওটিটি প্ল্যাটফর্ম ও টিভি চ্যানেলের সঙ্গে কথা হচ্ছে, এখন যেখানে হয়।’

Back to top button