বিয়ানীবাজার সংবাদ

সিসি ক্যামেরার আওতায় বিয়ানীবাজার পৌরশহর, উদ্বোধন করলেন নুরুল ইসলাম নাহিদ এমপি

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট—৬ (বিয়ানীবাজার—গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের বিপদে আপদে সবসময় প্রবাসীরা এগিয়ে আসেন, বিশেষ করে সিলেটে এই ধারাবাহিকতা দীর্ঘদিন থেকে চলে আসছে। যুক্তরাষ্ট্র প্রবাসীদের অর্থায়নে পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসায় পৌরসভার মেয়র নিয়ে এটি আমাদের জন্য আনন্দের সংবাদ। চুরি, ছিনতাই, কিশোর গ্যাং কালচার সহ যেকোনো ধরনের অপরাধ থামাতে সিসি ক্যামেরার বিকল্প নেই, আশা করি এর মাধ্যমে সুফল ভোগ করবে পৌরবাসী।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে বিয়ানীবাজার পৌরসভা মিলনায়তনে সিসি ক্যামেরা স্থাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হকের সভাপতিত্বে পৌরসভার আইটি কর্মকর্তা জাভেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা আশিক নুর, উপজেলা ভুমি অফিসার তানিয়া আক্তার, জেলা পরিষদ সদস্য খসরুল হক, বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন, যুক্তরাষ্ট্র প্রবাসী হাসানুল হক।

নিজের নির্বাচনী ওয়াদা পুরন করতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের ধন্যবাদ দিয়ে মেয়র ফারুকুল হক বলেন, প্রাথমিক ধাপে শুধু বিয়ানীবাজার পৌরশহরকে সিসি ক্য্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে ধাপে ধাপে আগামীতে ২৪ ঘন্টার সিসি ক্যামেরা পুরো পৌরসভায় থাকবে। তিনি এসময় নাগরিকদের পৌরসভার কাজে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজ এমাদ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্যানেল মেয়র ছয়ফুল আলম ঝুনু, চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, যুবলীগ নেতা ছরওয়ার হোসেন প্রমুখ।

এর আগে সকালে বিয়ানীবাজার উপজেলা মিলনায়তনে গনসাক্ষাত অনুষ্ঠানে সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ তার নির্বাচনী এলাকার মানুষের সাথে তাদের সমস্যার কথা শুনে সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ নেন।

Back to top button