সারাদেশ

জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার না করার অনুরোধ

শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত-উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া এ সড়ক ব্যবহার না করার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ। আজ মঙ্গলবার ২৫ অক্টোবর নগরবাসীর সুবিধার্থে এ অনুরোধ জানায় ডিএমপি।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল গণমাধ্যমে বলেন, ঘূর্ণিঝড়ের কারণে গতকাল সকাল থেকেই ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত-উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

তিনি আরও বলেন, সড়কটিতে গাড়ির বাড়তি চাপ রয়েছে। যাদের বেশি প্রয়োজন, তাদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। ইতিমধ্যে ডিএমপির মাধ্যমে প্রচারের জন্য ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Back to top button