খেলাধুলা

নেইমারের দ্বিগুণ বেতন পান এমবাপ্পে!

নিউজ ডেস্ক- ফরাসি সংবাদপত্র লা পারিসিয়ান চমকে দেওয়ার মতো খবর দিয়েছে। তারা সম্প্রতি প্রকাশ করেছে মেসি নেইমারের আয়ের হিসেব। আর আগেই জানিয়েছিল কিলিয়ান এমবাপ্পের আয়ের খতিয়ান।

সেই খতিয়ান ঘেটে দেখা যায় নেইমারের চেয়ে পিএসজিতে মৌসুম প্রতি ৩৬ মিলিয়ন ইউরো বেশি আয় করছেন ক্লাবটির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

২০১৭ সালে ৫ বছরের চুক্তি পিএসজিতে যোগ দেওয়া নেইমার সব ধরনের কর বাদ দিয়ে পিএসজিতে মৌসুম প্রতি আয় করেন ২৬ মিলিয়ন ইউরো। এমবাপ্পে সেখানে কর বাদে পান ৭২ মিলিয়ন ইউরো।
এমবাপ্পেকে নতুন চুক্তিতে তিন বছরে ৬৩০ মিলিয়ন ইউরো দেবে পিএসজি। সাথে ১৮০ মিলিয়ন ডলারের একটি সাইনিং বোনাসের হিসেবও আছে।

সূত্র: মার্কা

Back to top button