লাউতা টিকপাড়ায় সামাজিক সংঘটন সু-মন ফ্রেন্ডস ক্লাবের দোয়া মাহফিল সম্পন্ন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়ায় ২০০১ সালে গঠিত সামাজিক সংঘটন সু -মন ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম ও সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেনের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর বাহাদুরপুর জালালাবাদ মাদ্রাসায় এই দোয়া মাহফিলের সার্বিক পরিচালনা করেন সংঘটনটির যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হাছান রায়হান।
ফয়েজ আহমদ মুন্নার তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল রকিব।
দোয়া মাহফিল শেষে বাহাদুরপুর জালালাবাদ মাদ্রাসায় পড়ুয়া এতিম ও অসহায়দের নিয়ে দুপুরের খাবার সম্পন্ন হয় এবং শেষে ছাত্রদের নগদ অর্থ প্রদান করা হয়।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংঘটনটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সমছ উদ্দিন সম, সাধারন সম্পাদক ইতালী প্রবাসী দেলওয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রব, গ্রামের মুরব্বি আব্দুর রব।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে সংঘটনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই কার্যক্রম আগামীতে অব্যহত রাখার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ সাধারন সম্পাদক আকমল হোসেন, ক্রীড়া সম্পাদক আসুক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, ময়েজ উদ্দিশ, কোষাধ্যক্ষ জালাল উদ্দিন, কবির আহমদ, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রব, কার্যনির্বাহী কমিটির সদস্য কলিম উদ্দিন, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।