বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারের ইউএনও আশিক নুর পটুয়াখালিতে এডিসি হিসাবে বদলী

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনকারি আশিক নুর পদোন্নতি পেয়ে বদলীর আদেশ পেয়েছেন।
তার বর্তমান কর্মস্থল পটুয়াখালিতে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে যোগ দিবেন। তিনিসহ চার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলি কর্মকর্তাদের নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে- সিলেটের বিয়ানীবাজারের ইউএনও মো. আশিক নুরকে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক, নড়াইলের কালিয়ার ইউএনও মো. আরিফুল ইসলামকে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক, কুষ্টিয়ার ভেড়ামারার ইউএনও দীনেশ সরকারকে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক এবং সিলেটের মাধবপুরের ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈনকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।