কুলাউড়ায় আগুনে পুড়লো বাসা, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
টাইমস ডেস্কঃ কুলাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার সাদেকপুরস্থ শামসুদ্দিন আহমদের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে শামসুদ্দিন আহমদের বাসায় আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। পরে তা মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আতংক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষদের মধ্যে।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মারজান আহমদ চৌধুরীর নেতৃত্বে ফয়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। তারা প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের লিডার মারজান আহমদ চৌধুরীর বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। তবে আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুনের কবল থেকে ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।