ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল পাকিস্তান
নিউজ ডেস্ক- বিশ্বকাপের মতো বড় মঞ্চে স্নায়ুচাপটা ভালোভাবে সামলে নিতে পারেনি পাকিস্তান।
ভারতীয় বোলারদের আগুনে বোলিংয়ে বিধ্বস্ত পাকিস্তানের ব্যাটাররা।
চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে পেয়ে জ্বলে উঠলেন হার্দিক পাণ্ডিয়া ও আর্শদীপ সিং। দুর্দান্ত বল করেছেন মোহাম্মদ শামিও।
ভারতীয় এ তিন পেসারে রীতিমতো ধরাশায়ী হয়েছে চান-তারার দলটি।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে পাকিস্তান। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৬০ রান।
হয়তো এ টার্গেটও ছুড়তে পারত না পাকিস্তান, যদি না শান মাসুদ ও ইফতেখার ৭৬ রানের জুটি গড়তেন। এবং একপ্রান্ত ধরে রেখে শেষ অবধি না খেলে যেতেন। ৪২ বলে অপরাজিত ৫২ করেছেন শান মাসুদ।
লক্ষাধিক দর্শকাসন বিশিষ্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ২টায় ভারতের বিপক্ষে ব্যাট করতে নামে পাকিস্তান।
শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। ৪ ওভার শেষে ১৫ রান করতেই ২ উইকেট হাওয়া পাকিস্তানের। গোল্ডেন ডাক মেরে বিদায় নিয়েছেন দলের সেরা ব্যাটার বাবর আজম।
দ্বিতীয় ওভারের প্রথম বলে পরাস্ত হন বাবর। বল লাগে প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদন তুলেন আর্শদীপ। সাড়া দিয়ে আঙুলও তোলেন আম্পায়ার।
বাবর রিভিউ নিলে দেখা যায় লেগ স্টাম্প ছুঁয়ে যেত বলটি। রিভিউতে হেরে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরেছেন বাবর আজম।
চতুর্থ ওভারে আর্শদীপের জোড়া আঘাত। ওভারের শেষ ডেলিভারিতে ভুবনেশ্বরের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন রিজ়ওয়ান। ১২ বলে মাত্র ৪ রান করেছেন তিনি।
শুরুর ধাক্কা সামলে দলকে টানে তুলেন মাসুদ-ইফতিকার জুটি। ১২ ওভার পর্যন্ত রানের চাকা সচল রেখে এ জুটি করেছেন ৭৬ রান।
১৩তম ওভারে এসে মোহাম্মদ শামি দুর্দান্ত সেই জুটি ভাঙেন। বাবর আজমের মতো এলবিডব্লিউ হয়ে ফিরেছেন এ মিডলঅর্ডার। ৩৪ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন ইফতেখার।
১৪তম ওভারে জোড়া আঘাত হেনেছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। অলরাউন্ডার শাদাব খানকে ৫ রানে আউট করে ওভারের শেষ বলে ২ রানে ব্যাট করা হায়দার আলিকেও সাজঘরের পথ দেখিয়েছেন তিনি।
১৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১০৬ রান।
নিজের পরের ওভারেই হার্দিকের তৃতীয় আঘাত পাকিস্তান শিবিরে। ৯ রানে নওয়াজকে ফেরালেন হার্দিক।
এরপর আর্শদীপের পালা। এ যেন হার্দিকের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে উইকেট শিকার!
আর্শদীপের বলে ২ রান করে আউট হয়েছেন আসিফ আলি। ৯১ রানে পাকিস্তান হারিয়েছিল ২ উইকেট। আর ১২০ রান করতেই ৭ উইকেট হারিয়েছে বাবর আজমের দল। ২৯ রানে ৫ উইকেট খুইয়েছে পাকিস্তান।
১৯তম ওভারে আর্শদীপকে এক ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে ১৪ রান নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
একই ওভারে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন শান মাসুদ। ৫টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে এ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ওয়ানডাউনে নামা এ ব্যাটার।
শেষ ওভারের দ্বিতীয় ডেলিভারিতে ১৬ রানে ব্যাট করতে থাকা আফ্রিদিকে কট এন্ড বোল্ড করে দিয়েছেন ভুবনেশ্বর কুমার।
পরের বলে ব্যাট হাতে নেমেই ছক্কা হাঁকান হারিস রউফ। শেষ ওভার থেকে ১০ রান এসেছে পাকিস্তানের।
ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার হার্দিক পান্ডিয়া ও আর্শদীপ সিং। হার্দিক ৩০ ও আর্শদীপ ৩২ রান দিয়ে সমান তিনটি করে উইকেট শিকার করেছেন তারা। একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার।