সিলেট

সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া আর নেই

নিউজ ডেস্ক- সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক বর্ষিয়ান রাজনৈতিক আলহাজ কুনু মিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

শনিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১০টায় (লন্ডন সময়) যুক্তরাজ্যের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জাতীয় ছাত্রসমাজ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, জাপা নেতা মুজিবুর রহমান ডালিম।

জানা গেছে, শুক্রবার (২১ অক্টোবর) লন্ডনের হাসপাতালে কুনু মিয়ার হার্টে বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকে তিনি কোমায় ছিলেন।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ঘাগুয়া গ্রামের বাসিন্দা জাতীয় পার্টি সিলেট জেলার আহ্বায়ক ২০০৮ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাপার দলীয় মেয়র প্রার্থী ছিলেন। এছাড়া তিনি সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ – বিয়ানীবাজার) জাতীয় পার্টির সংসদ পদপ্রার্থী। চলতি বছরের এপ্রিলে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তাতে কুনু মিয়াকে আহ্বায়কের দায়িত্ব দেয় কেন্দ্রীয় জাতীয় পার্টি।

Back to top button