ব্রাজিল হয়ে আমেরিকা যাওয়া হয়নি বিয়ানীবাজারের দেলোয়ারের, মেক্সিকোতে মৃত্যু, দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারের যুবক দেলোয়ার বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকার স্বপ্নে ব্রাজিল থেকে পুরো পরিবার নিয়ে ঘর ছেড়েছিলেন তবে তার এই স্বপ্নের সমাধি ঘটে দক্ষিন আমেরিকার দেশ মেক্সিকোতে।
শনিবার বাংলাদেশ সময় ভোরে খবর আসে দীর্ঘদিন তিনি অসুস্থ থাকা অবস্থায় মেক্সিকোর একটি হাসপাতালে মৃত্যুবরন করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার স্বজনরা।
স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মেক্সিকোতে মৃত্যুবরনকারি দেলোয়ার হোসেন কয়েকবছর আগে দক্ষিন আমেরিকার দেশ ব্রাজিলে পাড়ি জমান। বিগত দুই-তিন বছর আগে ব্রাজিলে তিনি তার তিন সন্তানসহ পুরো পরিবারকে নিয়ে যান। সেখান থেকে যুক্তরাষ্ট্রে ঢুকার উদ্দ্যেশ্যে বিগত দুই মাস আগে রওয়ানা দিয়ে মেক্সিকোতে আসেন। মেক্সিকোতে আসার আগে রাস্তায় তিনি অসুস্থ হয়ে পড়ে বিগত কয়েকদিন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দেলোয়ার হোসেন আগে থেকেই ডায়বেটিক রোগে ভূগার কারনে তার অবস্থার অবনতি হয় এবং পরে তিনি মারা যান। তার প্রতিবেশী তরুন জানান,
তিন সন্তান নিয়ে তার স্ত্রী বর্তমানে মেক্সিকোতে রয়েছেন বলে জানা যায়না। সেখানে থাকা বাংলাদেশীরা জানান, বাংলাদেশ সময় রবিবার ভোরে মেক্সিকোতে থাকা প্রবাসীদের সহায়তায় নিহত দেলোয়ারের দাফন সম্পন্ন হয়েছে।
এলাকাবাসী জানান, গতমাসে নিহত দেলোয়ার হোসেনের ভাই আহমদ হোসেনও আকস্মিক পরপারে পাড়ি জমান। দুই সন্তানকে হারিয়ে বাড়িতে থাকা তার মায়ের আহাজারিতে শোক বিহ্বল হয়ে পড়েছেন স্বজনরা।
একসাথে দুই সন্তানের মৃত্যু কেমন করে সইবেন তার, কেমন করে সইবে এই পরিবার। প্রতিবেশীরা সহ আত্নীয় স্বজন ভীড় করছেন বাড়িতে।