সুনামগঞ্জ

সুনামগঞ্জে অসহায় দুই পরিবার বাকোডিসির পক্ষ থেকে পেলো নতুন ঘর

নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের গ্রেটার ওয়াশিংটন ডিসি এলাকার প্রবাসীদের বৃহৎ সামাজিক সংগঠন বাকোডিসি। দেশের এক দল প্রবাসীদের নিয়ে গঠন করা হয়েছে সামাজিক এই সংগঠনটি। হাজার মাইলের ঐ দূরে প্রবাসে ঘাম ঝড়ানো অর্থ দিয়ে তারা প্রতিনিয়ত সহায়তা করে আসছেন সংগঠনটির মাধ্যমে এই দেশেরই অসহায় মানুষকে। প্রতিষ্টার পর থেকে সংঘটনটি অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। এমনটিই বলছেন বাকোডিসির প্রতিনিধিরা।

স্মরণ কালের ভয়াবহ বন্যায় ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছে সিলেটের সুনামগঞ্জ। ক্ষয় ক্ষতির পরিমান এতোই ভয়াবহ যে অনেকের পুরো ঘর ভেঙ্গে নিয়ে গেছে বন্যার পানি কারো বা এখন ঘরের অস্তিত্বই নেই। এসব অসহায় মানুষদের খুজে বের করে সহযোগীতা করছে বাকোডিসি।

সুনামগঞ্জের সবুজ মিয়া। তার বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ থানার উমেদ নগর গ্রামে। বন্যায় হারিয়েছিলেন মাথার গোজার শেষ ঠাই। অসচ্ছল তার পরিবার। নতুন ঘর তৈরি করার মতো আর্থিক অবস্তা তার নেই। সমাজের সচ্ছল মানুষের সহযোগীতায় চলে তার সংসার। অসহায় সবুজ মিয়ার উপর চোখ পড়ে সামাজিক সংগঠন বাকোডিসির। পচাত্তর হাজার ছয়শো ত্রিশ টাকা ব্যায়ে তাকে একটি ঘর নির্মাণ করে দেওয়া হয় বাকোডিসির পক্ষ থেকে। একই গ্রামের আকিজনুর মিয়া। তিনি ও বেশ অসচ্ছল অসহায়। বন্যায় হারিয়েছেন ঘর। বাকোডিসির পক্ষ থেকে তাকেও উনোআশি হাজার নয়শো ত্রিশ টাকা ব্যায়ে একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়।

এদিকে নিজের পায়ে নিজে দাড়ানোর জন্য এবং সাবলম্বি হওয়ার জন্য আব্দুল আওয়াল নামে আরেক বৃদ্ধকে দেওয়া হয় একটি গাভী। ইতিমধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে এবং অসহায় পরিবারের মধ্যে এবং গাভী ও বিতরণ করা হয়েছে।

ঘরের চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উমেদ নগর গ্রামের সাবেক ইউপি সদস্য মুছানুর রহমান, গ্রামের জামে মসজিদের ইমাম ও খতিব শফিকুর রহমান রাহিন, মাহমুদুর রহমান হিরা ও জুসেল আহমদ।

Back to top button