ইতালিতে অতি-ডানপন্থী সরকার, প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জা মেলোনি
নিউজ ডেস্ক- অতি-ডানপন্থী ‘ব্রাদার্স অব ইতালি’ পার্টির নেতা জর্জা মেলোনিকে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট সেরজিও মাতারেলা। ইতালির দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নেতা বেনিতো মুসোলিনির পর এই মেলোনিই হতে যাচ্ছেন দেশটির প্রথম অতি-ডানপন্থী। একইসঙ্গে তিনি ইতালির ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়, শুক্রবার জর্জা মেলোনি তার মিত্র দলগুলোকে নিয়ে প্রেসিডেন্ট মাতারেলার সাথে দেখা করেন। এসময় তারা জানান যে, তারা যত দ্রুত সম্ভব সরকার গঠনের জন্য প্রস্তুত। এর আগে গত মাসে ইতালির সাধারণ নির্বাচনে জয় পায় মেলোনির দল ব্রাদার্স অব ইতালি। এই দলটির প্রতিষ্ঠার সাথে ফ্যাসিস্ট আন্দোলনের যোগসূত্র আছে। ক্ষমতার জন্য মেলোনি জোট বেঁধেছেন মাত্তিও সালভিনির অতি-ডানপন্থী লীগ দল এবং সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির মধ্য-ডান ফর্জা ইতালিয়ার সাথে।
ইতালির প্রেসিডেন্টের সাথে মেলোনির ১১ মিনিটব্যাপি বৈঠকের সময় বার্লুসকোনি এবং সালভিনিও উপস্থিত ছিলেন। সম্প্রতি বার্লুসকোনির কিছু মন্তব্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে তার ঘনিষ্ঠতার কথা প্রকাশ পায়। এরফলে জোটের ঐক্যে একটা ধাক্কা লেগেছিল।
জর্জা মেলোনি অবশ্য ইতালির পশ্চিমা মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন ইউক্রেন প্রশ্নে তার অবস্থানের কোন পরিবর্তন হবে না। হয়তো এ সপ্তাহ শেষেই মেলোনি প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি ফাঁস হওয়া একটি টেপে বার্লুসকোনিকে বলতে শোনা যায় যে, তার জন্মদিনে রুশ প্রেসিডেন্ট পুতিন ২৯ বোতল ভদকা পাঠিয়েছিলেন। আরেকটি টেপে শোনা যায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট এবং পশ্চিমা দেশগুলোকে ক্রেমলিনের ইউক্রেনে অভিযান চালানোর জন্য দায়ী করছেন। লীগ দলের নেতা মাত্তিও সালভিনিকেও অনেক দিন ধরেই ভ্লাদিমির পুতিনের একজন অনুরাগী হিসেবে দেখা হয়। এসব কারণে মেলোনির ওপর খানিকটা চাপ তৈরি হয়, জোটের ঐক্য একটা ধাক্কা খায়। তবে ইতালির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য তার এই দুই দলের সমর্থন প্রয়োজন। মেলোনিকে রাজনৈতিকভাবে একজন মধ্যপন্থী হিসেবে দেখা হয়। তবে তার দল ব্রাদার্স অব ইতালির জন্মের সাথে দেশটির দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তীকালের নব্য ফ্যাসিস্ট আন্দোলনের যোগসূত্র আছে।