প্লাটিলেটের পরিবর্তে দেওয়া হলো ফলের জুস! রোগীর মৃত্যু
নিউজ ডেস্ক- দক্ষিণ এশিয়ায় গত কয়েকদিন ধরে বেড়েছে ডেঙ্গি জ্বরের প্রকোপ। বছরের এ সময়টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের অনেক অঞ্চলে ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গিতে আক্রান্ত হলে শরীরে কমে যায় প্লাটিলেটের মাত্রা। এতে জরুরি ভিত্তিতে প্লাটিলেট দিতে হয়।
সাধারণ মানুষের রোগ নিয়ে ব্যবসা করতে তৎপর হয় এক শ্রেণির প্রতারক। তবে প্রতারণার মাত্রা যে কতটা ভয়ানক হতে পারে সেটি হয়ত অনেকেরই কল্পনার বাইরে।
ভারতের উত্তর প্রদেশেই ঘটেছে কল্পনা করা যায় না এমন ঘটনা। সেখানে ডেঙ্গিতে আক্রান্ত এক রোগীর আত্মীয়রা হন্য হয়ে প্লাটিলেট খুঁজছিলেন। তাদের সঙ্গে প্রতারণা করে একটি প্রতারক চক্র প্লাটিলেটের কথা বলে ফলের জুস বিক্রি করেছে।
ডেঙ্গিতে আক্রান্ত ৩২ বছর বয়সী সেই রোগীর শিরায় ফলের জুস দেওয়ার পর তার অবস্থা খারাপ হয়ে যায় এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন।
যে হাসপাতালে রোগীর শরীরে প্লাটিলেটের বদলে ফলের জুস পুশ করা হয়েছে সেই হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উত্তর প্রদেশের গ্লোবাল হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারে এ ঘটনা ঘটে। ডেঙ্গিতে আক্রান্ত রোগীদের কাছে ‘প্লাজমা’ লেখা সম্বলিত একটি ব্যাগ দেয় প্রতারকরা। পরে সেটি রোগীর শিরায় পুশ করা হয়। সেখানে তার অবস্থা খারাপ হয়ে গেলে আরেকটি হাসাপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। সেই দ্বিতীয় হাসপাতাল থেকে বলা হয় আসলে তার শরীরে প্লাটিলেট বলে অন্য কিছু পুশ করা হয়েছে। তারা বলেছে মিষ্টি লেবু জাতীয় কোনো ফলের রস হবে এটি বা এটি কোনো ক্যামিকেলের মিশ্রণ হবে।
ভুল চিকিৎসায় প্রাণ হারানো সেই রোগীর আত্মীয়রা সরকারের কাছে এ ঘটনায় কঠোর বিচার দাবি করেছেন।
এদিকে যে হাসপাতাল এ ঘটনা ঘটেছে সেই হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর প্লাটিলেট ১৭ হাজারে নেমে যায়। এরপর তার আত্মীয়দের দ্রুত প্লাটিলেট জোগাড় করতে বলা হয়। তার আত্মীয়রাই একটি সরকারি হাসপাতাল থেকে পাঁচ ব্যাগ প্লালিটেন আনেন। যার এক ব্যাগ পুশ করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্র: এনডিটিভি