শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি
নিউজ ডেস্ক- তৈরি পোশাক কারখানার (গার্মেন্টস) শ্রমিকদের মজুরি ন্যূনতম ২০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশ থেকে অবিলম্বে মজুরি বোর্ড গঠন, দ্রুত সর্বনিম্ন মজুরি নির্ধারণ, অন্যান্য ভাতাসহ নতুন মজুরি ঘোষণা না দিলে কর্মবিরতিসহ ধর্মঘটের হুঁশিয়ারি দেন বক্তারা।
শ্রমিকদের আন্দোলন ন্যায্য ও যুক্তিসংগত উল্লেখ করে টিইউসির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন মজুরির পার্থক্য এখন ১০০ গুণের বেশি। অথচ বঙ্গবন্ধু দেশের সর্বনিম্ন ও সর্বোচ্চ মজুরির পার্থক্য ৫ গুণ রাখার ঘোষণা দিয়েছিলেন। অথচ প্রধানমন্ত্রী তাঁর পিতার ঘোষণা থেকে সরে গেছেন।
মনজুরুল আহসান আরও বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার পিতার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা ও বাস্তবায়ন করেন। না হলে শ্রমিকেরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করবে। প্রয়োজনে কর্মবিরতি দিয়ে হরতাল করবে।’
দ্রব্যমূল্যের পরিস্থিতি সবারই জানা মন্তব্য করে টিইউসির উপদেষ্টা আব্দুল্লাহ ক্বাফী বলেন, বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। এখন শুধু ডাল আর ভাত খেতে চাইলেও মাসে কমপক্ষে সাড়ে ৯ হাজার টাকা খরচ হয়। খাবারের তালিকায় মাছ কিংবা মাংস রাখতে চাইলে লাগে ২২ হাজার টাকার বেশি। সে অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম ২০ হাজার টাকা মজুরির দাবি যৌক্তিক। সরকার এটি বাস্তবায়ন না করলে রাজপথে লড়াই-সংগ্রাম করা হবে।
সভায় অন্য বক্তারা বলেন, তিন বছর ধরে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে শ্রমিকেরা আন্দোলন করেছেন। শ্রমিকদের পক্ষে কোনোভাবেই এখন জীবনধারণ সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে শ্রমিকেরা যখন শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন, সরকার ও মালিকপক্ষ তখন সেদিকে কান না দিয়ে উল্টো দমন-পীড়ন চালাচ্ছে।
সভাপতির বক্তব্যে টিইউসির সভাপতি মন্টু ঘোষ বলেন, প্রধানমন্ত্রী দুর্ভিক্ষের প্রস্তুতি নিতে বলেছেন। শ্রমিকদের এ প্রস্তুতির দরকার নেই। কারণ, তাঁরা এখনো অভাব আর দুর্ভিক্ষের মধ্যেই আছে। ওই দুর্ভিক্ষে শ্রমিকদের জীবন ও শ্রমের বিনিময়ে যাঁরা কোটি কোটি টাকা মুনাফা করেছেন, তাঁদের আম-ছালা যাবে।
সমাবেশে অন্যদের মধ্যে টিইউসির সাধারণ সম্পাদক জলি তালুকদার, শ্রমিকনেতা দুলাল সাহা, আকলিমা আক্তার প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশ শেষে শ্রমিকেরা মিছিল নিয়ে শাহবাগ মোড় থেকে কাঁটাবন সড়ক প্রদক্ষিণ করেন।