হবিগঞ্জ
বানিয়াচংয়ে ৪ সপ্তাহ ধরে জেলে নিখোঁজ
নিউজ ডেস্ক- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সুজন সরকার (৩৭) নামে এক জেলে চার সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ সুজন বানিয়াচং উপজেলার ভবানীপুর গ্রামের মৃত মৃণাল সরকারের ছেলে। গত ১৭ অক্টোবর নিখোঁজের ভাই সুষেন সরকার বানিয়াচং থানায় সাধারণ ডায়েরি করেন।
এতে উল্লেখ করা হয়েছে, সুজন সরকার গত ২২ সেপ্টেম্বর মাছ বিক্রি করার কথা বলে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে সম্ভাব্য স্থানে গিয়ে তার নৌকাটি পেলেও সুজন সরকারকে পাওয়া যায়নি। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের লোকজন সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, সুজন সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে নিখোঁজ হয়েছেন, তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।