আন্তর্জাতিক
বো মা মেরে মসজিদ উ ড়ি য়ে দেওয়ার হু ম কি
নিউজ ডেস্ক- কানাডার টরন্টোতে একটি মসজিদে ইসলামবিদ্বেষী একটি চক্র ব্যঙ্গাত্মক চিত্র এঁকে এটিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম) বৃহস্পতিবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
মুসলিম এ সংগঠনটি জানিয়েছে, ঘৃণা-বিদ্বেষ ছড়ানো এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজছে পুলিশ।
এ ঘটনায় টরন্টোতে মুসলিম কমিউনিটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগেও একাধিকবার মসজিদে হামলার ঘটনা ঘটেছে।
এনসিসিএম আরও জানিয়েছে, মসজিদটিতে রোমা হামলার হুমকি দিয়েও চিঠি পাঠানো হয়েছে।
টরন্টোর থর্নহিলে ইমাম মাহদী ইসলামিক সেন্টার নামে মসজিদে ওই ব্যঙ্গাত্মক চিত্র ও বোমা হামলার ঘটনা ঘটেছে।