বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় চুরির মামলায় ৪ আসামির সাজা

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় গাছ চুরির মামলায় পৃথক চারটি ধারায় ৪ আসামিকে ৪ বছর ৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আদালত তাদের অর্থদণ্ড ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম করাদ-ের আদেশ দিয়েছেন।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মুহিবুর রহমান (২৮), মুজিবুর রহমান (২৫), লেবেল আহমদ (২৬) ও আব্দুস সহিদ (৩৫)। অপর আসামী আলাউদ্দিন মারা যাওয়ায় সাজার দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন আদালত। তাদের সকলের বাড়ি বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চান্দেরগুল গ্রামে।

এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির চান্দেরগুল গ্রামের মায়মুনুর রশিদের ভূমি থেকে ২০২০ সালের ১০ সেপ্টেম্বর দ-প্রাপ্ত আসামিরা বিভিন্ন প্রজাতির ২০টি মূল্যবান গাছ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মায়নুর রশিদ আদালতে দণ্ডিত পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত রায় ঘোষণা করেন। এরমধ্যে ১ নম্বর আসামি মারা যাওয়ায় সাজার দায় থেকে আদালত তাকে অব্যাহতি দিয়েছেন।

রায়ে একটি ধারায় ২ বছর সশ্রম কারাদ- ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। অপর ধারায় ২ বছরের সশ্রম কারাদ- ও ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। এছাড়া অন্য দুটি ধারার একটিতে ৩ মাসের সশ্রম কারাদ- ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অরপটিতে ২ মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন।

Back to top button