বালাগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস
বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের বালাগঞ্জে দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল জব্দ করে ৫টায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযানে দেড় লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পোড়ানো হয়। অভিযানে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে বালাগঞ্জ উপজেলা পূর্বগৌরীপুর (আংশিক) পশ্চিম গৌরীপুর (আংশিক) ও বালাগঞ্জ সদরের বড়ভাঙা নদীর পূর্ব অংশ এবং এর আশপাশ এলাকায় বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান শেষে দেড় লাখ টাকা মূল্যের কারেন্ট জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা জ্যেষ্ঠ কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক ও বালাগঞ্জ থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
জনসম্মুখে জাল পোড়ানোর সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, সাংবাদিক জাগির হোসেন প্রমুখ।