হবিগঞ্জে হঠাৎ বেড়েছে ডাকাতি: আটক ৬ ডাকাত
টাইমস ডেস্কঃ জেলার হবিগঞ্জ সদর উপজেলার ১নং লুকড়া ইউনিয়ের অন্তর্গত ধল গ্রামের হযরত টং টং শাহ আউলিয়া ইয়ামনী (রহঃ) এর মাজার শরীফের সামনে পাকা রাস্তায় ডাকাতির প্রস্ততিকালে অস্ত্র-শস্ত্র সহ ৬ ডাকাতকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার (১৯ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন: মৌলভীবাজার জেলার আন্ত: জেলাা ডাকাত দলেরর সদস্য কুলাউড়া উপজেলার পাবই প্রকাশ গুরাঅলি বাড়ী এলাকার মৃত আব্দুল কাদিরের পুত্র আব্দুল মজিদ শফিক ওরফে পিচ্ছি মজীদ (৩৭), মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের মৃত মস্তব আলীর পুত্র মো: মন্নর আলী ওরফে মনোহর আলী (৪৬), একই উপজেলার উড়ানিয়া ভাঙ্গারপাড় এলাকার মৃত আয়েত আলীর পুত্র মো: শফিক মিয়া (৪২), রামেশ্বর গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র আব্দুর রহমান (২৬), ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আশুরাইল এলাকার মৃত আলাল উদ্দিনের পুত্র মো: জামাল মিয়া( ৩৭), একই উপজেলার ধরমন্ডল এলাকার মৃত হেলাল মিয়ার পুত্র নুর মিয়া( ৫৭)। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে তাদের সহযোগী আরো ৬ডাকাত পালিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করে
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই অভিজিত ভৌমিক এসআই সোহেল রানা, এএসআই বাসু কান্তি দাশসহ একদল ডিবি পুলিশ হবিগঞ্জ সদর মডেল থানাধীন১নং লুকড়া ইউনিয়ের অন্তর্গত ধল গ্রামের টং টং শাহ আউলিয়া ইয়ামনী (রহঃ) এর মাজার শরীফের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ডাকাত তাহাদের পরিবহনকৃত গাড়ী ও অস্ত্র-শস্ত্র সহ ডাকাতি করার প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করেন। এসময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহ্নত একটি পিকআপভ্যান যাহার রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ন-১৫-৭৫১৪ ও একটি চাইনিজ টিপ ছুরি, যাহা লম্বায় সাড়ে ৭ ইঞ্চি, গাড়ীর কেভিনের ভিতরে থাকা পুরাতন সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত ২টি চাপাতি, যাহার একটি কাঁঠের বাট সহ লম্বায় ১২ ইঞ্চি করে, অপরটি প্লাস্টিকের বাট সহ লম্বায় ১১ ইঞ্চি, একটি প্লাস্টিকের বাট সহ পুরাতন ছুরি, যাহা লম্বায় সাড়ে ১০ ইঞ্চি, একটি ছোট হাতুরী, যাহা কাঁঠের বাটসহ লম্বা সাড়ে ১০ ইঞ্চি, একটি লোহার পাইপ, যাহা লম্বায় ২৯ ইঞ্চি, পাইপের এক মাথায় কাপ লাগানো, একটি স্টিলের ঢালি, যাহার এক মাথা বাঁকা, লম্বায় ১১ ইঞ্চি ২ সুতা, একটি লোহার শাবল, যাহা লম্বায় ২৫ ইঞ্চি, যাহার একমাথা চেপ্টা বাঁকা ও একমাথা সুচালো, ২টি পুরাতন ব্রুড্রাইভার, যাহার একটি প্লাস্টিকের বাট সহ লম্বায় ১০ ইঞ্চি, অপরটি প্লাস্টিকের বাট সহ লম্বায় সাড়ে ৯ ইঞ্চিসহ ডাকাতি কাজে ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে মামলা দিয়ে হবিগঞ্জ সদর থানার মাধ্যমে বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডিবির ওসি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মনবাড়ীয়াসহ বিভিন্ন স্থানে ডাকাতি মামলা রয়েছে। বিভিন্ন সুত্রে জানায়, শীত মৌসুমকে সামনে রেখে জেলার বিভিন্ন জায়গায় হঠাৎ বেড়ে গেছে ডাকাতির ঘটনা। বিশেষ করে বাহুবল ও লাখাই ডাকাতির ঘটনা বেড়েছে। একই সঙ্গে বিভিন্ন আঞ্চলিক সড়ক এবং বাসাবাড়িতে ঘটছে এসব ডাকাতির ঘটনা। এজন্য সবাইকে সর্তক থাকতে বলছে পুলিশ। সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া চুরি-ডাকাতি রোধে মাঠ পর্যায়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। জেলাাসহ বিভিন্ন উপজেলায় বাড়ানো হয়েছে টহল পুলিশ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন