বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে সকাল-দুপুর থাকবে না বিদ্যুৎ
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে কাল ভোর ৬ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ সুত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে।
সিলেট পল্লী বিদ্যুৎ ১ এর আওতাধীন বিয়ানীবাজারে জরুরি মেরামত, সংরক্ষণ কাজ ও লাইনের উপর থাকা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রাতে বিয়ানীবাজারে মাইকিং করে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার ভর্মন জানান, রক্ষনাবেক্ষন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।