কুলাউড়ায় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
কুলাউড়া প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে কুলাউড়া উপজেলার বিভিন্নস্থানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৯ অক্টোবর) উপজেলার চৌধুরীবাজার, রবিরবাজার ও আমতলাবাজার এলাকায় তদারকি অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ওজনে কম দেয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌধুরী বাজারের ফয়সল মিয়া স্টোরকে ২ হাজার টাকা, রবিরবাজারের বন্ধু ফার্মেসিকে ৩ হাজার টাকা ও আমতলা বাজারের আকুল অ্যান্ড ব্রাদার্সকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে এবং নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযান চলমান থাকবে।
অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্সের সদস্যরা তাকে সহযোগিতা করে।