জেলা পরিষদ নির্বাচন: পালঙ্ক আর টাকায় কি সত্যিই ভোটাররা বিক্রি হয়েছেন?
আশফাক জুনেদ, বড়লেখাঃ শেষ হয়েছে মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচন। তবে নির্বাচন শেষ হলেও ঘোষিত ফলাফল নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যাপক সরগরম। ভোট শেষে জেলা পরিষদের ১ নম্বর (বড়লেখা) ওয়ার্ডের ভোটারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন নেটিজেনরা। ভোটাররা নাকি লাখ টাকা আর বক্স পালঙ্কের বিনিময়ে বিক্রি হয়েছেন এমন অভিযোগ করে ফেসবুকে পোস্ট করছেন অনেকেই। তবে কোন প্রার্থীর পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোন অভিযোগ পাওয়া যায়নি।
সোমবার (১৭ অক্টোবর) মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বড়লেখা উপজেলা নিয়ে ঘটিত জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতিকে ৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন আজিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘুড়ি প্রতিকের আবু আহমদ হামিদুর রহমান শিপলু পান ৪২ ভোট। ক্রিকেট ব্যাট প্রতিকের প্রার্থী শহিদুল আলম শিমুল পান ৩০ ভোট।
বেলা আড়াইটার দিকে ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার এএসএম রাশেদদুজ্জামান বিন হাফিজ ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন অভিযোগ করে পোস্ট করতে শুরু করেন নেটিজেনরা।
নুরুল ওয়াহিদ নামের প্রবাসী এক সাংবাদিক তার ওয়ালে লিখেছেন, ‘পাহাড় ধ্বংসের টাকায় ভোট কেনা বড়লেখার রেওয়াজে পরিনত হয়েছে। বড়লেখা সদর,কাঠালতলী,দক্ষিনভাগ। সর্বশেষ জেলাপরিষদ নির্বাচন। বক্স পালং আর ৮০ হাজার টাকা যদি হয় একজন মহিলা মেম্বারের রেইট। তাহলে আপনার এক ভোটের জন্য আগামীতে অন্য পুরুষ নিয়ে ঐ খাটে রাত কাটানোর জন্য প্রস্তুত থাকুন।’
তাজুল ওয়াহিদ নামের একজন লিখেছেন, ‘বুঝো (বুঝ) হবার (হওয়ার) পর থেকে জেনে আসছিলাম জনপ্রতিনিধিরা সাধারণ জনগণের সেবক কিন্তু পরিতাপের বিষয় আজ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে,বড়লেখা উপজেলার কিছু কিছু অসাধু জনপ্রতিনিধিরা প্রমাণ করে দিল তারা বাজারের গরু ছাগল থেকেও নিকৃষ্টতম প্রাণী।’
জুনেদ আহমদ নামের একজন লিখেছেন, ‘ প্রতিনিধিরা যদি হয় টাকার গোলাম..!তাহলে রাজনীতিতে সততা আর নীতি, নৈতিকতার, আদর্শের কি দরকার? ‘
এক চেয়ারম্যানের পোস্টের মন্তব্যের ঘরে সাহেদ আহমদ নামের একজন লিখেছেন, ‘আফসোস এ সমাজ ব্যবস্থার জন্য যেখানে জেলা পরিষদ নির্বাচনে ভোটাররা হলেন এলাকার জনপ্রতিনিধি মেম্বার মহিলা মেম্বার এবং চেয়ারম্যান গুটিকয়েক ব্যক্তি বাদে সবাই টাকার কাছে তাদের মনুষত্ব বিক্রি করেছে।’
তবে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার (জনপ্রতিনিধি) জানান, প্রমাণ ছাড়া জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা চরম মিথ্যাচার এবং অন্যায়। ফেসবুকে যে কেউ লিখতে পারে তবে এটা প্রমাণ করা কঠিন। লিখলেই ঘটনার সত্যতা প্রকাশ পায়না। কোন ভোটার টাকা নিয়ে বা পালঙ্কের বিনিময়ে ভোট দিয়েছেন এমন প্রমাণ থাকলে প্রমাণসহ ফেসবুকে দেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে দক্ষিণ ভাগ (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বড়লেখা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এনাম উদ্দিন বলেন, ‘ টাকা আর পালঙ্কের বিনিময়ে জনপ্রতিনিধিরা বিক্রি হয়েছেন এমন খবর আমিও শুনেছি এবং অনেকের ফেসবুকের পোস্ট দেখেছি। তবে আমার বড়লেখার দশ ইউনিয়নের কোন চেয়ারম্যান টাকার কাছে বিক্রি হননি। যদি কেউ এর প্রমাণ করতে পারে তবে কথা দিচ্ছি আমরা অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে তার বিরুদ্ধে জনসমক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।’
তবে ইউপি সদস্যদের বেলায় তিনি অভিযোগ খানিকটা সত্য বলে মেনে নিয়েছেন।
তিনি বলেন, ‘ পালঙ্কের বিষয়টি আমার জানা নেই তবে কিছু গরিব জনপ্রতিনিধিদের প্রার্থীরা টাকা দিয়েছেন বলে শুনেছি।’
প্রসঙ্গত, গত সোমবার (১৭ অক্টোবর)
উপজেলার নারী শিক্ষা একাডেমি অনার্স কলেজে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে জেলা পরিষদের ১নম্বর ওয়ার্ডের (বড়লেখা) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৪৬ জন ভোটারের মধ্যে ১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট বাতিল হয় ১টি। এবারের নির্বাচনে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে ৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন আজিম উদ্দিন।