চীনের সেনাদের আধুনিক বিমান ওড়ানো শেখাচ্ছেন ব্রিটেনের পাইলটরা!
নিউজ ডেস্ক- চীনের সেনাবাহিনী ‘পিপলস লিবারেশন আর্মি’কে অত্যাধুনিক বিমান ওড়ানো শেখাচ্ছেন ব্রিটেনের অবসরপ্রাপ্ত পাইলটরা।
ব্রিটেনের অন্তত ৩০ জন অবসরপ্রাপ্ত পাইলট মোটা বেতনে আধুনিক যুদ্ধবিমান ওড়ানোর কৌশল শেখাচ্ছেন চীনের সেনাবাহিনীর সদস্যদের। খবর দ্য গার্ডিয়ানের।
এ কারণে সাবেক পাইলটদের নিয়ে গভীর উদ্বেগের মধ্যে আছে ব্রিটেনের প্রশাসন। এসব পাইলটদের নাকি হুশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও সরকারিভাবে এ বিষয়ে কিছুই স্বীকার করা হয়নি।
প্রশিক্ষণদাতা পাইলটদেরকে বার্ষিক ২ লাখ ৪০ হাজার পাউন্ড বা ২ লাখ ৭০ হাজার ডলার করে বেতন দিচ্ছে চীন।
এ ঘটনা প্রকাশ পাওয়ার পর মঙ্গলবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জেমস হিপপে এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগ এসব পাইলটদের সতর্ক করে বিশেষ নোটিশ জারি করেছে।
ব্রিটিশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেন, সাবেক এসব পাইলটরা উচ্চ বেতনের চীনে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে গিয়ে বেআইনি কাজ করছে।
তিনি বলেন, আমরা তাদের চীনে যেতে বারণ করেছি, তারা যদি আমাদের এ নিষেধ উপেক্ষা করে- তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এসব পাইলটদের বিরুদ্ধে।