সারাদেশ

মসজিদে ঘুমন্ত অবস্থায় মুসুল্লির মৃত্যু

নিউজ ডেস্ক- কক্সবাজারের উখিয়ায় মসজিদের বারান্দায় ঘুমন্ত অবস্থায় সুলতান আহমদ (৬৫) নামে এক মুসুল্লির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

সুলতান আহমদ একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লেঙ্গুর বিল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

মরিচ্যা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মৌলভী আবদুস শাকুর বলেন, আমাদের মসজিদে নিয়মিত নামাজ আদায় করতেন সুলতান আহমদ। মঙ্গলবারও তিনি মসজিদে জোহরের নামাজ আদায় করতে একটু আগেই আসেন এবং ওজু করে দুই রাকাত নামাজ পড়ে মসজিদের বারান্দায় শুয়ে বিশ্রাম নেওয়া অবস্থায় ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে জোহরের আজানের পর মসজিদে মুসুল্লিরা এলে তাকে নামাজের জন্য বারবার ডাকাডাকি করে আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য এম মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুলতান আহমদ হলদিয়াপালং ইউনিয়নের একজন বাসিন্দা। তিনি নিয়মিত বাজারে এলে এ মসজিদে নামাজ আদায় করতেন

Back to top button