বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের বিদ্যুৎ গিলে খাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা

মহসিন রনি, বিয়ানীবাজার :- ব্যাটারি চালিত অটোরিকশা শহর গুলোতে নিষিদ্ধ হওয়ার পর থেকেই উপজেলা পর্যায়ে এসবের আনাগোনা বেড়েছে। বিয়ানীবাজার উপজেলা প্রবাসী অধ্যুষিত হওয়াতে জীবিকা নির্বাহ করতে দেশের বিভিন্ন জায়গা থেকে অত্র অঞ্চলে ছুটে আসেন দিনমজুর সাধারণ মানুষরা। গত পাঁচ বছরে বিয়ানীবাজারে বিপুল পরিমাণে বেড়েছে ব্যাটারি চালিত এই অটোরিকশা শুধু যে বেড়েছে তাই না বিয়ানীবাজার বিদ্যুৎ গেলে খাচ্ছে এ সব অটোরিকশা পৌর শহরের অলিতে-গলিতে ঘর বানিয়ে বিদ্যুৎ দিয়ে চার্জ দেয়ার ব্যবস্থা ও করা হচ্ছে, এরকম চিত্র এখন নতুন কিছু নয় দিন দিন সেই সংখ্যা বেড়েই চলছে। স্থানীয় অনেকেই লাভের আশায় নিজের বাড়ির বিদ্যুৎ টাকা দিয়ে বিক্রি করছেন অটোরিকশা চালকদের কাছে। যার ফলে বিদুৎতের সংকট তৈরি হচ্ছে বলে মনে করেন সচেতন মহলের নাগরিকরা।

সরেজমিনে বিয়ানীবাজার পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায় দাসগ্রাম, ফতেহপুর এবং নয়াগ্রাম সহ বিভিন্ন জায়গা এসব অটোরিকশা রাখা থেকে শুরু করে চার্জ দেয়ার ব্যবস্থা করে রেখেছেন অনেকেই। জানা যায় প্রায় ১০ থেকে ১২ ঘন্টা চার্জ দিলে আরো ১২ ঘন্টা ব্যাটারির সাহায্যে চলে এসব অটোরিকশা যার ফলে রাতের বেলা বিদ্যুৎ গিলে খাচ্ছে এসব অটোরিকশা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রিকশা চালক বলেন, আমিন ভাইয়ের (ছদ্মনাম) বাড়িতে আমরা চার থেকে ছয়জন আমাদের রিকশা চার্জ দেই এবং রাতে সেখানেই রাখি। তাকে প্রতিমাসে চার্জ এবং জায়গা খরচ সহ প্রায় দুই হাজার টাকার মতো দিতে হয়।

এ বিষয়ে বিয়ানীবাজার পল্লি বিদ্যুৎ অফিসের ডিজিএম ভজন কুমার বর্মন প্রতিবেদককে বলেন, বিদ্যুৎ চুরি করে অপচয় করা হলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। গত মাসে দুই জায়গা আমরা অভিযান পরিচালনা করে এক লক্ষ টাকার উপরে জরিমানা করেছি। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে আমরা সব সময় সাধারণ মানুষকে উৎসাহিত করে আসছি। কোথাও বিদুৎ চুরি করে অপচয় করা হচ্ছে এমন খবর পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেবো।

Back to top button