সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর ম র্মান্তিক মৃ ত্যু
টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে পানিতে ডুবে মিল্লাত হোসেন সুলেমান নামের ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির বাবার নাম সামসুন্নুর সামছু। তার গ্রামের বাড়ি পাথারিয়া তালুকগাঁও।
মৃত্যুর ঘটনাটি ঘটেছে শিশুটির নানাবাড়ি শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহদের পরিবার।
স্থানীয়রা জানান, শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় তার নানার বাড়ির আঙিনায় শিশুটি খেলা করছিল। খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় সে। এরপর মিল্লাত হোসেন সুলেমানকে দেখতে না পেয়ে তার নানা নানী ও আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। তার খোঁজে এলাকায় মাইকিংও করা হয়।
অনেক খোঁজাখুজির এক পর্যায়ে ওইদিন সন্ধ্যার দিকে বাড়ির পাশে একটি পুকুরে শিশু মিল্লাত হোসেন সুলেমানের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।