শিক্ষা

শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে হা তাহা তি, উ ত্তেজ না

টাইমস ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় পুরো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ছাত্রলীগ নেতা মামুন শাহ ও বিগত কমিটির উপ-দপ্তর সম্পাদক সজীবুর রহমানের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শুক্রবার দুপুরে হলের চার তলার ওয়াশরুমে মামুন শাহ গ্রুপের বাংলা বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত মুসলিম ভূইয়া নামের এক শিক্ষার্থীর সাথে সজিবুর রহমানের অনুসারী পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শিমুল মিয়ার কথা কাটাকাটি হয়।

এরপর হলের ৪০৯ নম্বর কক্ষে সমাধানের উদ্দেশ্যে গেলে উভয়পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়। এরপর পুরো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরপর সন্ধ্যা পৌনে সাতটায় বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করেন শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতারা।

ছাত্রলীগ নেতা মামুন শাহ ও সজীবুর রহমান জানান- বিষয়টি সমাধান করা হয়েছে।

তবে জানা গেছে- এদের মধ্যে একজন হলে থাকতে পারবেন না। বাকি সবাই পারষ্পরিক সমঝোতার মাধ্যমে হলে থাকবেন।

হলের প্রভোস্ট আবু সাঈদ আরফিন খান বলেন, বিষয়টি তারা নিজেদের মধ্যে আলোচনার করে সমাধান করেছে। পরবর্তীতে এ রকম কোনো ঘটনা ঘটলে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে।

Back to top button