সারাদেশ

রাস্তায় পাওয়া ২ লাখ টাকা ফেরত দিল পুলিশ সদস্যরা

বৃহস্পতিবার বিকালে ডিউটি শেষে থানা থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলেন দুই পুলিশ সদস্য। কিছুদূর যেতেই রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। এরপর এক পুলিশ সদস্য ব্যাগটি উঠিয়ে দেখেন এর মধ্যে বেশকিছু টাকা রয়েছে।

এরপর সেখানে দাঁড়িয়ে দুই পুলিশ সদস্য খোঁজ থাকেন ব্যাগটির মালিককে। কিছুক্ষণ পর ব্যাগ হারিয়ে দিশেহারা ব্যক্তিটি ঘটনাস্থলে চলে আসেন। খুঁজতে থাকেন টাকা।

রাস্তার পাশে পড়ে পাওয়া টাকা ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার পুলিশ কনস্টেবল উত্তম রায় ও সাইফুল্লাহ।

বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ থানায় ব্যাগটির মালিক উপজেলার চেউনিয়া গ্রামের লিটন হোসেনের কাছে ব্যাগভর্তি টাকা ফেরত দেন। ব্যাগের মধ্যে ছিল ২ লাখ টাকা। এ সময় কালীগঞ্জ থানার এসআই ভবতোষ রায় উপস্থিত ছিলেন।

কাঠ ব্যবসায়ী লিটন হোসেন জানান, বিকালে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য তিনি এসেছিলেন। শহরের মুরগিহাট এলাকায় এসে ব্যাগটি হারিয়ে ফেলেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকেন। তারপর পুনরায় মুরগিহাট এলাকায় এলে দুই পুলিশ সদস্য ব্যাগটি রেখে দেন। এরপর উপযুক্ত প্রমাণ দিয়ে তিনি টাকাগুলো নেন।

পুলিশ কনস্টেবল উত্তম রায় জানান, তিনি ও পুলিশ সদস্য সাইফুল্লাহ ডিউটি শেষে বাজারে যাচ্ছিলেন। থানা থেকে বের হওয়ার কিছুদূর যেতেই রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে এগিয়ে যান। এরপর তিনি ব্যাগটি নিয়ে দেখতে পান এর মধ্যে টাকা রয়েছে। এরপর সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন। প্রায় ১ ঘণ্টা পর একজন এসে বলেন ব্যাগটি তার। এরপর থানায় নিয়ে গিয়ে কাঠ ব্যবসায়ী লিটন হোসেনের কাছে ব্যাগে থাকা টাকা ফেরত দিয়ে দিই।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, কালীগঞ্জ থানায় কর্মরত ২ পুলিশ সদস্য মহানুভবতার পরিচয় দিয়েছেন। তাদের পুরস্কৃত করা হবে।

Back to top button