গোয়াইনঘাটসিলেট

গোয়াইনঘাটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু ন

কে.এম লিমন: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের অঙ্গারজুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। আঙ্গারজুর পশ্চিম পাড়া গ্রামে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুল করিমের দুই ছেলে বিলাল উদ্দিন ও জয়নাল আবেদীনের মাঝে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে মৃত আব্দুল করিমের ছোট ছেলে বিলাল উদ্দিন (২৯) স্থানীয় সালুটিকর বাজার থেকে বাড়ী ফিরছিলেন। এসময় বাড়ীর পথে পূর্ব থেকে উৎপেথে থাকা তার আপন বড় ভাই জয়নাল আবেদীন রড দিয়ে বিলাল উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়। রডের আঘাতে বিলাল উদ্দিনের প্রচুর রক্ত ক্ষরন হয়। চিৎকার শোনে আশপাশের লোকজন বিলাল উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিলাল উদ্দিনকে হাসপাতালে নেওয়ার পর কর্বত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান। তিনি ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এব্যাপরে গোয়াইনঘাট থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গাজুর গ্রামে সংঘর্ষে বিলাল উদ্দিন নামের এক যুবকের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খানের নেতৃত্বে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠাই। পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অপরদিকে বিলাল উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে।

Back to top button