পরিচয় চায় বিয়ানীবাজার ছাত্রলীগ কর্মীরা!
মহসিন রনি: বিয়ানীবাজার উপজেলায় ছাত্রলীগের কমিটি নেই এ সংবাদ বিগত কয়েক বছর ধরে খবরের পাতায় শিরোনাম হিসেবে ছাপা হলেও কাজের কাজ কিছুই হয়নি। আন্দোলন থেকে শুরু করে দফায় দফায় সভা সমাবেশেও ফলপ্রসূ হয়নি কমিটির বিষয়। সিনিয়র নেতাকর্মীরা আক্ষেপ আর ক্ষোভ নিয়ে অনেক আগে ছাত্রলীগকে বিদায় জানালেও বর্তমান সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে জেলায় ছাত্রলীগ অনেকটাই ঐক্যবদ্ধ এছাড়া ও জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিক ভাবে উপজেলা ও পৌর এবং কলেজ শাখা গুলোর কমিটি দেয়া হচ্ছে। যে তালিকায় বিয়ানীবাজারের নাম গন্ধ নেই।
তাই তো আবার বিয়ানীবাজারে ছাত্রলীগের কমিটির দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিল করেছে বিয়ানীবাজার উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের (পাভেল গ্রুপ) নেতাকর্মীরা। মঙ্গলবার বিয়ানীবাজার পৌর শহরে শত শত কর্মী নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দীর্ঘ দিন থেকে কমিটি না পাওয়া পরিচয়হীন থাকা নিয়ে আক্ষেপ ও নতুন কমিটি গঠন করে দেয়ার দাবি জানান নেতাকর্মীরা।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ শিপু বলেন, ছাত্রলীগের শত শত কর্মী রয়েছে যারা আদর্শের রাজনীতি করে এবং দলের পাশে আছে দীর্ঘ দিন থেকে তারা পরিচয়হীন আমরা চাই বর্তমান জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাজমুল ভাই ও সম্পাদক রাহেল সিরাজ ভাইয়ের নেতৃত্বে যেভানে এগিয়ে যাচ্ছে সেভাবে বিয়ানীবাজার ছাত্রলীগের কমিটি আশার মুখ দেখুক।
উল্লেখ্য,সব শেষ ২০১২ সালের ফেব্রুয়ারিতে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন তৎতৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান। ২০০৫ সালের ৮ এপ্রিল ৩ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা এতে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন আহবায়ক এবং যুগ্ম আহবায়ক ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও জাকির হোসেন।