বিয়ানীবাজারে নামাজ থেকে বের হয়ে দেখলেন রিক্সা চুরি হয়েছে, রিক্সাচালকের কান্না
নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরশহরের কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে নিজের একমাত্র উপার্জনের মাধ্যম ব্যাটারিচালিত অটোরিক্সা রেখে মসজিদে ঢুকেন। তবে নামাজ শেষ করে বেরিয়ে আর পাননি তার রিক্সা। পরে তার কান্না শুনে এগিয়ে আসেন মুসল্লিরা।
ঘটনাটি মঙ্গলবার মাগরিবের নামাজের সময় ঘটে। ভুক্তভোগী রিক্সাচালক মোহাম্মদ রাজিউল (৪০) এর বাড়ি ঠাকুরগাও জেলায় হলেও তিনি বিয়ানীবাজার বড়দেশ এলাকায় বসবাস করে আসছেন।
তিনি জানান, প্রায় এক লক্ষ টাকা ঋণ নিয়ে তিনি রিক্সাটি কিনেছিলেন, প্রতিদিন তিনি এই মসজিদে নামাজ পড়েন। ব্যাটারি চালিত অটোরিকশা রেখে সৃষ্টি কর্তার ডাকে সারা দিতে প্রতিদিনের মতো গিয়েছিলেন মাগরিবের নামাজে। নামাজ শেষ করে যখন রিকশার কাছে আসলেন তখন যেন অনেকটা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। অশ্রু মাখা চোখে অঝোর ধারায় কাদতে শুরু করলেন। তার কান্নার কারণ নামাজের সময় কে যেন তার অটো রিকশা টি চুরি করে নিয়ে গেছে।
ছোট দুই সন্তান স্ত্রী আর অসুস্থ বাবা মা। রাজিউলের উপার্জন করার একমাত্র সম্বল ছিলো অটোরিকশা। সেটি ও এখন নেই।
রাজিউলের হারিয়ে যাওয়া রিকশার গ্লাসের সামনে লিখা রয়েছে মা বাবার দোয়া। কেউ দেখলে যোগাযোগ করার অনুরোধ তার। একই যায়গা থেকে গেল দিন আরেকটি রিকশা চুরি হয়েছে। কে বা কারা এখান থেকে রিকশা চুরি করে সেই সিন্ডিকেটকে প্রশাসন যেন খুজে বের করে সেই দাবী সাধারণ মানুষের। তার মোবাইল নাম্বার ০১৭৭২২৭২৮১৪
সম্প্রতি বিয়ানীবাজার পৌরশহরকে সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। অনাকাঙ্খিত ঘটনা কিংবা চুরি করা বিভিন্ন জিনিস উদ্ধারে সিসিটিভির ভিডিও চিত্র কাজে আসার কথা। এখন দেখার পালা ভুক্তভোগীরা ঠিক কতটা উপকৃত হচ্ছেন সিসিটিভি থেকে ।